মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি

Hirakjyoti Adhikari


অকালেই ঝড়ে গেল একটা প্রাণ। মাত্র ২৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী।



জানা যাচ্ছে, আজ সকালে বাড়িতে বসে বাবা পরেশচন্দ্র অধিকারীর সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ অসুস্থ বোধ করছিলেন। সঙ্গে সঙ্গে মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া গোটা এলাকাজুড়ে। 



প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরকজ্যোতি অধিকারী। পেশায় একজন চিকিৎসক। চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত। পাশাপাশি মেখলিগঞ্জের ভারতীয় রেডক্রস সোসাইটির সম্পাদক। 


প্রাথমিকভাবে সূত্রের খবর কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিসে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া। এত কম বয়সেই মৃত্যু যে মর্মান্তিক তা সকলেই জানি আমরা। ঘটনার পরেই শোকস্তব্ধ তাঁর গোটা পরিবার থেকে গোটা মেখলিগঞ্জ।