Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: সরকারি কর্মীদের জন্য সুখবর, দীপাবলীর বোনাস ঘোষনা

Breaking News: সরকারি কর্মীদের জন্য সুখবর, দীপাবলীর বোনাস ঘোষনা

Diwali bonus



কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। দীপাবলির বোনাস ঘোষণা করলো কেন্দ্র সরকার। দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নন প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস (অ্যাড-হক বোনাস) দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ দফতর।



কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-এর অধীনে নন-গেজেটেড কর্মচারী (নন গেজেটেড এমপ্লয়িজ) রা এই বোনাস পাবেন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীরাও এই বোনাস পাবেন।



জানা যাচ্ছে মঙ্গলবার দীপাবলির এই বোনাসের কথা ঘোষনা করে কেন্দ্রীয় অর্থ দফতর। এর ফলে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীরা ৩০ দিনের বেতনের সমান টাকা পাবেন। এই ঘোষনায় খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code