Big Breaking News: আকস্মিক মেঘ ফাটা বৃষ্টিতে 23 জন সেনা কর্মী নিখোঁজ উত্তর সিকিমে

Big Breaking News


উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ফাটা বৃষ্টিতে 23 জন সেনা কর্মী নিখোঁজ। এদিকে লাচেন উপত্যকার তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উপত্যকা বরাবর কিছু সেনা ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার ফলে জলের স্তর হঠাৎ করে 15-20 ফুট উচ্চতা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটমের কাছে বারডাং-এ পার্ক করা সেনাবাহিনীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

23 জন কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে এবং কিছু যানবাহন জলের নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে। তল্লাশি অভিযান চলছে ।