Nachiketa Chakraborty: পুজোর আগে গানে গানে বিস্ফোরক নচিকেতা চক্রবর্তী
গানে গানে ৩০টা বছর কাটিয়েছেন নচিকেতা চক্রবর্তী। বাংলা গানের ইতিহাসে তাঁর গানে বিস্ফোরণ ঘটেছে একাধিক। বাস্তবের মাটি ছুঁয়েছে তাঁর কর্ম বারেবারে। ডাক্তার থেকে নেতা এমনকি প্রশাসনকে বিঁধতেও ছাড়েন না নচিকেতা। পুজোর আগে আপোসহীন নচিকেতা নতুন সৃষ্টি নিয়ে হাজির।
মণিপুরের জ্বলন্ত সমস্যার কথা থেকে শুরু কৃষক আন্দোলন এমনকি দেশ ছাড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও এবার উঠে এল তার গানে। সাম্প্রতিক সব জ্বলন্ত সমস্যার ঝলকানি দিয়েই সাজানো ‘হয়তো তোমারই জন্যে’। নয়া এই মৌলিক গান উপহার দিয়ে ভক্তদের আরও একবার তিনি বুঝিয়ে দিলেন তাঁর কর্ম বিক্রি হয় না।
গায়কের অফিসিয়্যাল ইউটিউব চ্যানেল ‘আমিই নচিকেতা’ তে মুক্তি পেয়েছে এই গান। গানের কথা ও সুরও স্বয়ং নচিকেতার। কমেন্টের বন্যা বয়ে চলছে সেই গানের কমেন্ট বক্সে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊