SBI PO Recruitment: স্নাতক যোগ্যতায় ২০০০ শূন্যপদে আবেদনের শেষ তারিখ আজ, এখনি আবেদন করুন 

Job news
Job Notification 

SBI Job Update

আজ, 3 অক্টোবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রবেশনারি অফিসার বা SBI PO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ দিন৷ আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট - www.sbi.co.in-এর মাধ্যমে এখনও আবেদন করতে পারবেন৷ নিবন্ধনের সময়সীমা আগে 27 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরে 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল।



এই নিয়োগ ড্রাইভ SBI শাখায় প্রবেশনারি অফিসারের মোট 2,000 পদের জন্য। SBI PO পরীক্ষা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে - প্রিলিম, মেইন এবং ইন্টারভিউ রাউন্ড। পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে।



স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর প্রবোশনারি পদে আবেদন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন প্রাপ্ত যেকোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীদের। এদিকে স্নাতকের শেষ বর্ষে থাকা পড়ুয়ারাও আবেদন জানাতে পারবেন। বয়সসীমা ২১-৩০ বছর। আগ্রহী ও যোগ্যতা প্রার্থীরা বিস্তারিত জানতে ক্লিক করুন: CLICK HERE




কিভাবে আবেদন করবেন?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট www.sbi.co.in-এ যান।

এরপর, কেরিয়ার পোর্টালে যেতে হবে।

সেখানে RECRUITMENT OF PROBATIONARY OFFICERS-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপর ক্লিক করতে হবে 'অ্যাপ্লাই অনলাইন' অপশনে।

এরপর ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আবেদন করতে আপনার সমস্ত তথ্য দিন পাশাপাশি ছবি, স্বাক্ষর, হ্যান্ড রাইটিং ও লেফ্ট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে সেগুলো স্ক্যান করে নেবেন আগেই।

ফর্ম পূরণের পর পেমেন্ট করুন এবং আবেদন প্রিন্ট করে রাখুন।