তৃণমূল কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতের ছবি, কটাক্ষ বিজেপির
বীরভূম জেলার নানুরের হোসেনপুর গ্রামের তৃণমূল কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের ছবি মুছে ফেলা হয়েছে । এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃনমূলকে কটাক্ষ করেছেন বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ।
অনুপম হাজরা বলেন, "এতে অবাক হওয়ার কিছু নেই । নানুরের কাজল শেখ এখন তৃণমূল চালাচ্ছে । অনুব্রত মণ্ডল যখন ফুল ফর্মে ছিলেন তখন কাজল শেখকে বসিয়ে রেখেছিলেন । তিহার জেলে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে মন থেকে মুছে ফেলেছেন । তৃনমূলে থেকে চুরি করে পার্টিকে দিলে ততদিন পার্টি পাশে থাকবে আর চুরি করে ধরা পড়ে জেলে গেলে পার্টি সরে যাবে ।"
তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন, "কে কোন পঞ্চায়েত বা তৃণমূল কার্যালয়ে কার ছবি লাগাচ্ছে মুছে দিচ্ছে সেটা জানার কথা জেলার পক্ষে সম্ভব নয় । গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মনগড়া ।"
তৃণমূল কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতের ছবি, কটাক্ষ বিজেপিরতৃণমূল কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রতের ছবি, কটাক্ষ বিজেপির #today #BJPNEWS
Posted by Sangbad Ekalavya on Saturday, September 30, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊