Abhishek on Governor: আমি কৃতজ্ঞ, রাজ্যপালের প্রশংসায় অভিষেক বন্দোপাধ্যায়
রাজ্য-রাজ্যপাল সংঘাতের কথা সকলেরই জানা। একদিকে উপচার্য নিয়োগ নিয়ে আগেই রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত তুঙ্গে অন্যদিকে ১০০ দিনের বকেয়া কেন্দ্রর কাছ থেকে তুলতে রাজ্যপালের কাছে আবেদন করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে ১০০ দিনের বকেয়া নিয়ে রাজ্যপালের প্রশংসা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়।
অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সাথে দেখা করে একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবেন জানিয়ে দিল্লী উড়ে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একশো দিনের কাজের বকেয়া ইস্যুতে রাজ্যপালের দ্রুত হস্তক্ষএপএর জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দোপাধ্যায়।
অভিষেক এক্স হ্যাণ্ডেলে লেখেন, 'রাজ্যের মানুষের মঙ্গলের জন্য রাজ্যপাল উদ্যোগ নেওয়ায় আমি কৃতজ্ঞ'২১ লক্ষের বেশি মানুষের বকেয়া আদায়ে তাঁর দ্রুত হস্তক্ষেপ প্রশংসার যোগ্য।'
রাজভবনের সামনের ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। ১০০ দিনের বকেয়া নিয়ে কথা বলতে দিল্লিতে যাওয়ায় রাজ্যপালের প্রশংসায় অভিষেক। তবে কি লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক ? তবে কি দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না সফল ? কথা বলবে সময়ই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊