Latest News

6/recent/ticker-posts

Ad Code

বন্যায় ভেসে আসা আর্মি সরঞ্জাম বিস্ফোরণ তিস্তার তীরে!

বন্যায় ভেসে আসা আর্মি সরঞ্জাম বিস্ফোরণ তিস্তার তীরে! 

Tista River


সিকিমের মেঘ ভাঙা বৃষ্টি হড়পা বানে তিস্তা নদীর জলস্তর বেড়েছে হু হু করে। আর তিস্তার জলে ভেসে আসছে সেনা সরঞ্জাম। আর তিস্তার জলে ভেসে আসা ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদ বিস্ফোরিত হয়েছে তিস্তার তীরে। ক্যামেরায় ধারণ করা বিস্ফোরণটি রাজ্যের রংপো জেলায় ঘটেছে বলে জানা গেছে।




সেনা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বিপর্যয়ে মারা যাওয়া ২৩ জন সৈন্যের সাথে গোলাবারুদ বন্যায় ভেসে গেছে। শুক্রবার তিস্তা নদীর তীরে সেই গোলাবারুদ বিস্ফোরিত হয়।



সেনাবাহিনী স্থানীয়দেরও সতর্ক করেছে এবং বিধ্বংসী আকস্মিক বন্যার পরে উপকূলে ভেসে যাওয়া কোনো অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গেলে তা জানাতে তাদের অনুরোধ করেছে।



সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির হড়পা বানে ভেসে গেছে বহু এলাকা। অতিরিক্ত জল ঢুকেছে তিস্তায়। ফলে ভয়াল আকার ধারন করেছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ জুড়ে আতঙ্কের বাতাবরণ। ইতিমধ্যে তিস্তার জলে ভেসে এসেছে একাধিক লাশ। ভেসে এসেছে সেনার সরঞ্জাম। আতঙ্কের দিন কাটাচ্ছে উত্তরবঙ্গ বাসী। ইতিমধ্যে পুলিশ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এসেছেন সিনিয়র মন্ত্রী থেকে আধিকারিক। এসেছিলেন রাজ্যপালও। তিস্তার জলে ভেসে মর্টার শেলে মৃতের খবর পাওয়া গেছে। 

ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code