Weather Update: বৃষ্টি নাকি তীব্র গরম? জানুন আবহাওয়ার পূর্বাভাস 


Weather Update


গরমে হাঁসফাঁস অবস্থা কাটানোর পর কিছুটা স্বস্তি মিলেছে উত্তরের জেলাগুলিতে। গতকাল ও আজ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির কথা জানা গিয়েছে। এমন পরিবেশে আশার কথা শোনালো আবহাওয়া দপ্তর। আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।



আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১০, ১১ ও ১৩ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে‌ কোচবিহারে।

এদিকে, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ ও ১২ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ১০, ১১ ও ১৩ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।



আলিপুরদুয়ারে আগামী ৯ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি এবং ১০ থেকে ১৩ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।



উত্তর দিনাজপুরেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ১০ থেকে ১৩ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা হতে পারে।




আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী “মেঘদূত” এপ্লিকেশন এর মাধ্যমে আবহাওয়া ও কৃষি ভিত্তিক পরামর্শের জন্য মোবাইল এপ্লিকেশনটি ব্যবহার করার কথা জানানো হয়েছে। এই “মেঘদূত” এপ্লিকেশন আবহাওয়া ও কৃষি ভিত্তিক পরামর্শ দেয়। পাশাপাশি, বজ্রবিদ্যুৎ এর পূর্বাভাস পেতে “দামিনী” মোবাইল এপ্লিকেশন বিনামূল্যে প্লেস্টোর থেকে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এই দামিনী অ্যাপটি বজ্রবিদ্যুৎ এর আগাম পূর্বাভাস দেয়া এবং আপনাকে এর থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেয়।