এখনি শেষ হবে না বৃষ্টি, জানুন উত্তরের আবহাওয়ার খবর

আবহাওয়ার খবর



পূজা আসন্ন, আবহাওয়ায় দফতর জানিয়ে দিয়েছিলো বদলে যাবে উত্তরের আকাশ, সেই মোতাবেক বৃষ্টিপাতের পরিমাণ অনেক টাই হয়েছে। তীব্র দাবদাহ থেকে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ। বৃষ্টি পেয়ে খুশি কৃষকেরা।

বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে তাপমাত্রা বেশি থাকার জন্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। ধানক্ষেতে জলের সমস্যা দেখা দিয়েছিল অন্যদিকে বৃষ্টি না হওয়ার কারণে ধানগাছে বিভিন্ন রোগ পোকার সৃষ্টি হয়েছে , এতে ধানের ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আশ্বিনে উত্তরবঙ্গে বেশ কিছু জেলা বৃষ্টি হওয়ার কারণে ধানের যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিলো সেটা কিছুটা অংশ হলেও কমবে বলেই মনে করছে কৃষকরা ।

তবে এই লাগাতার বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মৃৎশিল্পীদের। সামনেই পূজা অথচ মূর্তি তৈরিতে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ফলে শরতের নীল আকাশের অপেক্ষায় রয়েছেন তারা।

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে কোচবিহারে আগামী ২৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মাঝারি বৃষ্টি, ২৮ ও ৩০ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, এবং ২৯ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ারে আগামী ২৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মাঝারি বৃষ্টি, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

জলপাইগুড়িতে আগামী ২৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মাঝারি বৃষ্টি, ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, এবং ৩০ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুর - আগামী ২৭ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মাঝারি বৃষ্টি, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।