Latest News

6/recent/ticker-posts

Ad Code

B.Ed vs D.El.Ed: প্রাথমিক শিক্ষক নিয়োগে B.Ed vs D.El.Ed মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Supreme Court's big decision in the B.Ed vs D.El.Ed case in primary teacher recruitment

Supreme Court



সুপ্রিম কোর্ট রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখে বি.এড. (B.Ed) ডিগ্রিধারীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য অযোগ্য বলে জানিয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ মতামত দিয়েছে যে প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার শুধুমাত্র 'বিনামূল্যে' এবং 'বাধ্যতামূলক' শিক্ষাকে অন্তর্ভুক্তর্ভু করে না। 14 বছরের কম বয়সী শিশুদের সঠিক 'মানের' শিক্ষাও অন্তর্ভুক্ত' ।


2018 সালের 28 জুনের NCTE-এর জারি করা গেজেট বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করে। এর ফলে বড় জয় মেলে D.Ed/D.El.Ed চাকরি প্রার্থীদের। ভারত সরকার, BED এবং NCTE-এর আবেদন খারিজ করে দেয়। এই রায়ের ফলে BED করা চাকরি প্রার্থীদের প্রাথমিকে শিক্ষকপদে নিয়োগ একরকম বন্ধ হয়ে যায়।


সুপ্রিম কোর্টের মতে, B.Ed. ডিগ্রিধারীরা প্রাথমিক শ্রেণিতে পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করেনি। তাদের দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের 'মানসম্মত' শিক্ষা প্রদান হবে না। যদিও এই নির্দেশ একেবারেই মেনে নিতে পারেনি বিএড করা চাকরি প্রার্থীদের বড় অংশই। এই বিষয়ে কেন্দ্রের কাছে অধ্যাদেশ আনারও দাবি জানান তারা । লাগাতার আন্দোলনেও অংশ নিতে দেখা গেছে তাদের। 


এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন দাখিল করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগে B.Ed vs D.El.Ed মামলায় B.Ed ডিগ্রিধারী চাকরি প্রার্থীদের পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়।


তবে B.Ed vs D.El.Ed মামলার রায় পুনর্বিবেচনা করার জন্য করা এই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল। যার ফলে কার্যত আর কোন সুযোগ রইলো না বিএড প্রার্থীদের সামনে। প্রাথমিক শিক্ষক নিয়োগে এবার একমাত্র অধিকার D.El.Ed প্রার্থীদেরই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code