Primary TET 2023: টেট রাজ্যের রোজগারের পথ, এবছর লাভ হবে ২৫কোটি, অঙ্ক কষে হিসেব শুভেন্দুর

CE-AH
0

Primary TET 2023: টেট রাজ্যের রোজগারের পথ, এবছর লাভ হবে ২৫কোটি, অঙ্ক কষে হিসেব শুভেন্দুর

Subhendu Adhikari


শুরু হয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের TET এ আবেদন গ্রহন। এবছর ১৫০ টাকা থেকে বেড়ে এক লাফে ৫০০ টাকা হয়ে গিয়েছে টেটের আবেদন ফি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্টও করেছে। এদিকে টেট থেকে সরকার লাভ করবে এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রীতিমতো অঙ্ক কষে টেট কে সরকারের রোজগারের ফন্দি বলে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।



নিজের X হ্যাণ্ডেলে শুভেন্দু লিখেছেন, ‘বছর বছর পরীক্ষা হবে কিন্তু কাউকে নিয়োগ না করবে না। প্রাথমিক টেট আয়োজন করে টাকা রোজগারের একটা সহজ পথ বার করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল ১৩ সেপ্টেম্বর বলেছেন, প্রতি বছর নিয়োগ না হলেও টেট হবে। এবার দেখি কেন এই সিদ্ধান্ত। গত বছর যখন দুর্নীতির বন্যায় ভাসছে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তখন ৫ বছর পর ২০২২এর ডিসেম্বরে টেট নেওয়া হয়েছিল। প্রায় ৭ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে ১ লক্ষ প্রার্থী যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তাদের কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি'।



অঙ্ক কষে হিসেবও দেন তিনি। তিনি লেখেন, 'এবার অংক কষে দেখা যাক, ২০২৩ সালের টেটের ফর্মের দাম সাধারণের জন্য ৫০০ টাকা। ওবিসিদের জন্য ৪০০ টাকা, SC/ST দের জন্য ২৫০ টাকা। যদি ধরে নেওয়া যায় গড়ে ৪০০ টাকা করে একটি ফর্ম বিক্রি করা হবে। আর সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ তাহলে রাজ্য সরকারের আয় হবে ২৮ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা টেট আয়োজন করতে খরচ হবে। বাকি ২৫ কোটি সরকার লাভ করবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের কাছ থেকে ২৫ কোটি টাকা মুনাফা করবে সরকার। যদিও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নিয়োগের কোনও ইচ্ছা তাদের নেই।’



প্রসঙ্গত, গত ১৩ই সাংবাদিক বৈঠক করে টেট ২০২৩-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। ইতিমধ্যে চলছে আবেদন গ্রহন। এবছর টেটের ফর্মের দাম সাধারণের জন্য ৫০০ টাকা। ওবিসিদের জন্য ৪০০ টাকা, SC/ST দের জন্য ২৫০ টাকা। গত বছর টেটের ফর্মের দাম ছিল ১৫০ টাকা। এক লাফে টেটের ফর্মের দাম কেন তিন গুনেরও বেশি বাড়ল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মাঝেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top