Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় খবর, আবারো চাকরী বাতিল করলো কোর্ট, বিপদে পড়তে চলেছে আরও অসংখ্য চাকরিজীবী !

বড় খবর, আবারো চাকরী বাতিল করলো কোর্ট, বিপদে পড়তে চলেছে আরও অসংখ্য চাকরিজীবী ! 





ফের চাকরি বাতিল করা হল। তবে এবার শিক্ষক নয় এবার বাতিল হলো দমকলে নিয়োগ প্রাপ্ত (Recruitment of Auxiliary Fire Operator) ২৫ জন কর্মীর চাকরী। বাতিলের সিদ্ধান্ত আদালতের, আপাতত বীরভূম জেলা নিয়ে সিদ্ধান্ত নিল আদালত। তবে এখানেই শেষ নয়, আরও বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে এদিনের রায়কে ঘিরে। 


অক্সলারি ফায়ার অপারেটর নিয়োগ (Recruitment of Auxiliary Fire Operator) বাতিল করল আদালত। বীরভূমে অক্সিলারি ফায়ার অপারেটর (Recruitment of Auxiliary Fire Operator) পদে বেআইনিভাবে ২৫ জনকে নিয়োগের অভিযোগে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।


আপাতত ২৫ জনকে নিয়ে নির্দেশ দেওয়া হলেও, বিপদে পড়তে পারেন বহু এমনি সম্ভাবনা তৈরি হয়েছে।  বৃহস্পতিবার আদালত যে নির্দেশ দিয়েছে তাতে বহু চাকরির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ গোটা রাজ্যে ২০১৭ সালে যে ১ হাজার ৫০০ অক্সিলারী ফায়ার অপারেটর (Recruitment of Auxiliary Fire Operator) পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যে এই নির্দেশের ফলে সব চাকরি নিয়েই প্রশ্ন উঠে গেল বলে আইনজীবীদের একাংশের মত।


এদিন রায় ঘোষণার পর বিচারপতি বসাক সরকারি আইনজীবীকে স্পষ্ট করে দেন, এই নির্দেশ বীরভূমের মামলার ক্ষেত্রে দেওয়া হলেও আর কোনও জেলায় যদি এমন পদে নিয়োগ হয়ে থাকে সেসব নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে।


আদালতের স্পষ্ট বক্তব্য, দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code