Judiciary Appointment: বিচারপতি নিয়োগে কেন্দ্রকে ডেডলাইন সুপ্রিমকোর্টের, নয়তো বড় পদক্ষেপ!
বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিল দেশের শীর্ষ আদালত। কলেজিয়ামের সুপারিশের পরেও ৮৬জন বিচারপতির নিয়োগ এখনও হয়নি। ২৬জন হাইকোর্টের বিচারপতির বদলি ও একটি হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ এখনও আটকে রয়েছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলো সুপ্রিমকোর্ট। আগামী ৯ অক্টোবর এর মধ্যে কেন্দ্রকে বিচারপতি নিয়োগের ডেড লাইন বেধে দিল সুপ্রিমকোর্ট। নয়তো বড় পদক্ষেপ নিতে পারে শীর্ষ আদালত। তাহলে বড় সমস্যা পোহাতে হবে কেন্দ্রকে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ফেব্রুয়ারিতে শেষবার শুনানির পর ৭ মাস কেটে গেলেও এখনো কোনো পদক্ষেপ করেনি কেন্দ্র। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে গত ১০ মাস ধরে নিয়োগ প্রক্রিয়া পুরো থমকে রয়েছে। কিছু করুন না হলে সমস্যা পোহাতে হবে এমনটাই জানিয়েছে বিচারপতি দের বেঞ্চ। বিচারপতিদের বেঞ্চ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে জানিয়েছেন, হাইকোর্ট যে নামগুলি সুপারিশ করেছিল সেগুলি নিয়ে কোনও কাজই হয়নি।
হাইকোর্টের তরফে ৭০ জনের তালিকা পাঠালেও কলেজিয়ামে সেই তালিকা পাঠানো হয়নি। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে ২৬জন হাইকোর্টের বিচারপতিকে বদলির বিষয়টি এখনও ঝুলে রয়েছে।আটকে একটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ। অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় চেয়েছেন। সেই জন্য সময় দেওয়া হল এরপর আর শান্ত থাকবো না এমনটাই জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কিষান কৌল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊