Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asia Cup Ind vs Pak: বৃষ্টির জেরে বিঘ্নিত ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ, কি শেষ আপডেট?

Asia Cup Ind vs Pak: বৃষ্টির জেরে বিঘ্নিত ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ

Asia Cup 2023 ind vs Pak



বৃষ্টির জেরে বিঘ্নিত ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ। আজ বিকাল তিনটায় শ্রীলঙ্কার পাল্লেকেলেতে এশিয়া কাপ ২০২৩-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট টিম ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে বরাবরই উত্তেজনা থাকে চরমে।



টসে জিতে ব্যাট করতে নামে ভারত। ৪৮.৫ ওভারে অলআউট হয়ে যায় ভারত। ভারতের ঝুলিতে ২৬৬ রান। এদিকে পাকিস্তান জবাবে ব্যাট করতে নামার আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির জন্য বিঘ্ন ঘটে ম্যাচে। 



পূর্বাভাস মতোই ম্যাচের আগে ক্যান্ডিতে হালকা বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থেমে গেলে শুরু হয় খেলা। ভারতের ইনিংস শেষের পর পাকিস্তানের ইনিংস শুরুর আগেই শুরু হয় বৃষ্টি। ঢাকা পড়েছে পাল্লেকেলের বাইশগজ। ত্রিশ গজের বৃত্তের প্রায় পুরোটাই নীল পলিথিনের তলায় ঢাকা পড়ে। 



এদিন ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার দাপটে ২৬৬ রানের স্কোর গড়ে ভারত।  ঈশান ৮১ বলে ৮২ ও হার্দিক ৯০ বলে ৮৭ রান তোলে। বাকিরা তেমন খেলতে পারেননি। সব উইকেট হারিয়ে ২৬৬ রানে আটকে যায় ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code