INDIA Alliance First Meet: প্রতিহিংসা তত্ত্বেই শান, অভিষেকের পাশে I.N.D.I.A. জোট
বুধবার বিকেলে দিল্লিতে NCP নেতা শরদ পাওয়ারের বাড়িতে I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসে। কিন্তু অনুপস্থিত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। ইডির তলবের কারণে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য হলেও বৈঠকে যোগ দিতে পারেননি অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হাজির থাকতে না পারলেও জোট যে তাঁর পাশে রয়েছে তা এদিন স্পষ্ট। প্রতিহিংসা তত্ত্বেই সায় দিল ইন্ডিয়া জোট।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির ১২ জন সদস্যের যৌথ বিবৃতিতে বলা হয়, ইডির পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেই তিনি আসতে পারেননি। শিবসেনার নেতা সঞ্জয় রাউত অভিষেক প্রসঙ্গ তুলে বলেন, "ইডি বা বিজেপি চায় না যে ইন্ডিয়া জোটের বৈঠক হোক। তাই জিজ্ঞাসাবাদের জন্য এই নির্দিষ্ট দিনকে বেছে নেওয়া হয়েছে।" তাঁর স্পষ্ট বার্তা "বিরোধীদের যে কেন্দ্রীয় সংস্থা হেনস্তা করছে, সেই বার্তা দেশবাসীর কাছে তুলে ধরতে আজ অভিষেকের চেয়ার ফাঁকা রাখা হয়েছে সমন্বয় বৈঠকে।"
বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডির ডেকে পাঠানো বিজেপির প্রতিহিংসার রাজনীতির প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে। কেসি বেনুগোপাল জানিয়েছেন, অভিষেক হাজির হতে পারেনি কারণ বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। কেন্দ্রীয় সরকার চায়নি অভিষেক দিল্লিতে পৌঁছাক। কেন্দ্রীয় এজেন্সি এভাবের বিরোধীদের হেনস্থা করছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊