প্রাণের ঝুঁকি নিয়ে কয়েকশত প্রাণ বাঁচালো আট বছরের শিশু
পঞ্চম শ্রেনীর ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস।নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ছোট্ট কিশোরের যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশত যাত্রীর জীবন বাঁচানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। যা দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও।
দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল। বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন আট বছরের এই কিশোর। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। তড়িঘড়ি নিজের পড়নে লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করায়। আর বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি।
জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশ যাত্রী। এরপর রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামতি করে। ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায়। কিশোরের নাম নাম মুরসালিম। তাঁর এই কৃতিত্বের জন্য বেশ অভিনন্দন জানাচ্ছে সকলেই। এই আট বছরের ক্ষুধের এতবড় পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊