বিজেপি যুব মোর্চা মন্ডল সভাপতিকে কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মোবাইল মেরামত করে বাড়ী ফেরার পথে রবিবার রাতে তপন ও সুরকুলা গ্রামের ভোল্লা ক্যানেলের কাছে বিজেপি যুবমোর্চা হাঁসন দুই নং মন্ডল সভাপতি সুজিত হালদারকে কোপানোর অভিযোগ উঠে তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
হাসপাতালের বেডে শুয়ে সুজিত হালদার বলেন, "বিজেপির পোস্ট করি বলে ছুরি,বেলড দিয়ে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা আমার উপর হামলা চালায় । ফেসবুকে তৃনমূল জিন্দাবাদ লিখতে হবে । তৃনমূল জিন্দাবাদ লিখতে চেয়েছিল কিন্তু আমি মোবাইল কেড়ে নিয়েছিলাম ।"
তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখ্যাজী বলেন, "বিজেপির বানানো গল্প । এটা পারিবারিক ঘটনা রাজনৈতিক সংঘর্ষ নয় ।"
বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "অত্যনত বেদানাদায়ক ঘটনা মানুষের গনতন্ত্র নেই । দোষীদের গ্রেপ্তার না করা হলে বুধবার মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে ।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊