Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি যুব মোর্চা মন্ডল সভাপতিকে কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বিজেপি যুব মোর্চা মন্ডল সভাপতিকে কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Bjp president attack


মোবাইল মেরামত করে বাড়ী ফেরার পথে রবিবার রাতে তপন ও সুরকুলা গ্রামের ভোল্লা ক্যানেলের কাছে বিজেপি যুবমোর্চা হাঁসন দুই নং মন্ডল সভাপতি সুজিত হালদারকে কোপানোর অভিযোগ উঠে তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । 



হাসপাতালের বেডে শুয়ে সুজিত হালদার বলেন, "বিজেপির পোস্ট করি বলে ছুরি,বেলড দিয়ে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা আমার উপর হামলা চালায় । ফেসবুকে তৃনমূল জিন্দাবাদ লিখতে হবে । তৃনমূল জিন্দাবাদ লিখতে চেয়েছিল কিন্তু আমি মোবাইল কেড়ে নিয়েছিলাম ।" 



তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখ্যাজী বলেন, "বিজেপির বানানো গল্প । এটা পারিবারিক ঘটনা রাজনৈতিক সংঘর্ষ নয় ।" 



বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "অত্যনত বেদানাদায়ক ঘটনা মানুষের গনতন্ত্র নেই । দোষীদের গ্রেপ্তার না করা হলে বুধবার মহকুমা পুলিশ আধিকারিক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code