Asian Games: ক্রিকেটে সোনা জয় করে বাড়ি ফিরছেন বঙ্গকন্যা শিলিগুড়ির রিচা
প্রথম এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে অংশ নিয়েই বাজিমাত করলো ভারত। জিতলো সোনা। আর সেই দলেরই অন্যতম খেলোয়াড় বঙ্গকন্যা রিচা ঘোষ। উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা রিচা। এশিয়ান গেমসে রিচার কিপিং ও ব্যাটিং নজর কেড়েছে সকলের।
চিনের হ্যাংঝাউতে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এশিয়ান গেমসে ক্রিকেটে গোল্ড মেডেল জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল। বুধবার শিলিগুড়ি ফেরার কথা রিচার। বঙ্গকন্যার এরুপ সাফল্যে খুশি সকলেই।
এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং সেই দলে উইকেট রক্ষক হিসেবে নিজের অনস্বীকার্য অবদান রেখেছেন রিচা ঘোষ। রিচা একজন সফল উইকেট রক্ষক।
রিচার সাফল্যে মঙ্গলবার জেলা সভাপতি পাপিয়া ঘোষ-সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ, রিচা ঘোষের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা জানান। এদিকে দীর্ঘ আট বছর জন্মদিনে বাড়িতে থাকছেন রিচা। আর তাই তার জন্য সারপ্রাইজ রয়েছেন বলেই জানায় পরিবার। সেপ্টেম্বরেই রিচার জন্মদিন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊