Asia Cup 2023: হার দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ


Bengali vs Srilanka



বৃহস্পতিবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে। মাথিশা পাথিরানার প্রতিকূল বোলিংয়ের পরে সাদিরা সামারাবিক্রমা এবং চরিথ আসালাঙ্কা দৃঢ় অর্ধশতক করেছেন।




পেসার পাথিরানার 32 রানে 4 উইকেট বাংলাদেশকে 164-এ আটকে দেয়। হোম সাইড তারপরে সামারাবিক্রমার 77 বলে 54 এবং আসালঙ্কার 92 বলে অপরাজিত 62 রানে 39 ওভারে লক্ষ্য পেড়িয়ে যায়।



বাংলাদেশ ১৬৪/১০

মহম্মদ নাইম ১৬(২৩)

তানজিৎ হাসান ০(২)

শান্ত ৮৯(১২২)

শাকিব কল হাসান ৫(১১)

তৌহিদ হৃদয় ২০(৪১)

মুশফিকুর রহিম ১৩(২২)

মেহেদি হাসান মিরাজ ৫(১১)

মেহেদি হাসান ৬(১৬)

তাসকিন আহমেদ ০(২)

সরিফুল ইসলাম ২(৫)

মুস্তাফিজুর ০(২)

৪২.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৬৪ রানে ইনিংস শেষ করে। পাথিরানা ৪ উইকেট, থিকসানা ২ উইকেট ও ধনঞ্জয়, দুনিত ও শাঙ্কা ১ উইকেট হারায়।



শ্রীলঙ্কা ১৬৫/৫

নিশাঙ্কা ১৪(১৩)

দিমুথ ১(৩)

কুশল মেন্ডিস ৫(২১)

শাদিরা সামারাবিক্রমার ৫৪(৭৭)

চারিত আশালঙ্কা ৬২(৯২)*

ধনঞ্জয় ডি সিলভা ২(৭)

দসুন শাঙ্কা ১৪(২১)*

৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। তাসকিন, শরিফুল ও মেহেদি ১টি করে উইকেট নেয়। শাকিব কল হাসান ২ উইকেট নিয়েছে।