Durga Bharat Samman: পুজোতেও রাজ্য বনাম রাজভবন! দুর্গাভারত সম্মান দেবে রাজভবন
আর বাকি কটা দিন তারপর বাঙালির বড় উৎসব দুর্গোৎসব। এবার দুর্গোৎসবে রাজ্যকে টক্কর দেবে রাজভবন। রাজ্য-রাজ্যপাল সংঘাতের চরম পরিস্থিতিতেই কি এই টক্কর? এবার ‘দুর্গাভারত সম্মান’ (Durga Bharat Samman) দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচমকা কেন রাজভবনের তরফে ‘দুর্গাভারত সম্মান’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
রাজভবনের তরফে ইতিমধ্যে মনোনয়ন চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। মোট ১১টি বিভাগে দেওয়া হবে পুরস্কার। আগামী শনিবারের মধ্যে মনোনয়ন জমা দেওয়া যাবে। durgabharatawards@gmail.com এ মনোনয়ন জমা করা যাবে। এর আগে কখনও রাজভবনের তরফে এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে রাজ্য-রাজভবন টক্করকেই মান্যতা দিচ্ছে অনেকে।
যে ১১টি বিভাগে পুরষ্কৃত করা হবে:
শিল্পকলা: সংগীত, আঁকা, স্থাপত্য, ছবি, সিনেমা, থিয়েটার, আদিবাসী শিল্পকলা।
যেকোনও সমাজসেবামূলক কাজ।
আইন ও সমাজের প্রতি অবদান।
বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং: পরমাণু বিজ্ঞান, মহাকাশ প্রকৌশল।
তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান সংক্রান্ত গবেষণা
বাণিজ্য এবং শিল্প: ব্যাঙ্ক, অর্থনীতি, ম্যানেজমেন্ট, পর্যটনের প্রচার, ব্যবসা।
চিকিৎসা: গবেষণা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিদ্ধা, অ্যালোপাথি, নেচারোপ্যাথি।
সাংবাদিকতা, শিক্ষকতা, প্রকাশনা।
সাহিত্য, কবিতা, শিক্ষার প্রচার, সাক্ষরতার প্রচার প্রশাসনিক কর্মীদের দক্ষতা।
খেলাধূলা।
অন্যান্য: ভারতীয় সংস্কৃতির প্রচারক, মানবাধিকার রক্ষা, বন্যপ্রাণ সংরক্ষণে উদ্যোগী।
জানা যাচ্ছে, ‘দুর্গাভারত সম্মান’ (Durga Bharat Samman) কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দুর্গাভারত পরম সম্মান, দুর্গাভারত সম্মান ও দুর্গাভারত পুরস্কার।
দুর্গাভারত পরম সম্মান’ প্রাপক পুরস্কার পাবে ১ লক্ষ টাকা।
‘দুর্গাভারত সম্মান’ প্রাপক পাবেন ৫০ হাজার টাকা।
‘দুর্গাভারত পুরস্কার’ প্রাপককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊