WBPRB, Kolkata Police SI Recruitment 2023: কলকাতা পুলিশের SI পদে বাড়লো শূন্যপদ, পিছিয়ে গেল আবেদন শুরুর তারিখ, জানুন বিস্তারিত

WBPRB, Kolkata Police SI Recruitment 2023


পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের (WBPRB) অধীনে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর/ সাব ইন্সপেক্টরস ও সার্জেন্ট (Kolkata Police SI Recruitment) পদে নিয়োগের আবেদন গ্রহনের তারিখ পিছিয়ে দিল বোর্ড। পাশাপাশি পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে বাড়ছে শূন্যপদের সংখ্যা।



আজ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের তরফে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে ২১শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। এর আগে জানা গিয়েছিল ২৯শে আগস্ট থেকে আবেদন গ্রহন শুরু হবে কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯শে আগস্টের পরিবর্তে ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহন। (Kolkata Police SI Recruitment)



সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ৩০৯। (Kolkata Police SI Recruitment) কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিরস্ত্র বিভাগে পুরুষদের জন্য ২১২টি পদ ও মহিলাদের জন্য ২৭টি পদ রয়েছে আবার সশস্ত্র বিভাগে শুধু পুরুষদের জন্য ৩৪টি শূন্যপদ এবং সার্জেন্টে মোট ৩৬ টি পদ মিলিয়ে মোট ৩০৯ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।



কলকাতা পুলিশের SI নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটি লিখিত পরীক্ষা, শারীরিক পরিমাপ পরীক্ষা(PMT), শারীরিক দক্ষতা পরীক্ষা(PET), ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ অন্তর্ভুক্ত রয়েছে। যোগ্য প্রার্থীরা যারা 20-27 বছরের মধ্যে বয়সী এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আরো বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: Click Here