SET 2023: কলেজের অধ্যাপক হতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর 

girls with jeans top




রাজ্যের কলেজগুলির অধ্যাপক নিয়োগ পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। পশ্চিমবঙ্গের কলেজে সহকারী অধ্যাপক পদের জন্য 25 তম রাজ্য যোগ্যতা পরীক্ষার (SET) জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়েছে SET পরীক্ষার আবেদন, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আবেদনের আগে কিছু গুরুত্বপূর্ন বিষয় জেনে নিন।

রাজ্য যোগ্যতা পরীক্ষা (SET) 17 ডিসেম্বর, 2023 (রবিবার) তারিখে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে সহকারী অধ্যাপকের যোগ্যতার জন্য ভারতীয় নাগরিক হতে হবে। WBCSC বিভিন্ন জেলার নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে (তালিকাভুক্ত) 33টি বিষয়ে SET পরিক্ষা পরিচালনা করবে।

SET-এর ফলাফল ওয়েবসাইট www.wbcsconline.in-এ উপলব্ধ করা হবে, প্রার্থীকে তাদের ফলাফল সম্পর্কে পৃথকভাবে অবহিত করা হবে না।

আবেদনের জন্য wbcsc.org.in ওয়েবসাইটে যেতে হবে। সাইটের উপরে 'click here to apply online registration for State Eligibility Test এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই রেজিস্ট্রেশনের জন্য একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে আবেদন সংক্রান্ত বিষয়ে বিশদে বলা হয়েছে।

সমস্ত তথ্য পড়ার পর Apply Now- তে ক্লিক করতে হবে। ফর্ম পূরণ করার পর প্রসেসিং ফি দিতে হবে। তারপরই সাবমিট করার অপশন দেওয়া হবে। সাবমিট করার আগে পূরণ করা ফর্মটি একটি প্রিন্ট আউট অবশ্যই করিয়ে নেবেন। ভবিষ্যতে যাতে কোনও অসুবিধা না হয়।

আবেদন করার সময় বা পরে কোনও রকম সমস্যায় পড়লে query@wbcsconline.in- এই মেল আইডিতে সাহায্যের আবেদন করা যাবে।

আবেদনের জন্য জেনারাল ক্যাটাগরির পরীক্ষার্থীদের দিতে হবে ১২০০ টাকা, ওবিসি ক্যাটাগরিদের জন্য ৬০০, এস সি/ এস টি/ ট্রান্সজেন্ডার/ PWD দের জন্য ৩০০ টাকা।