লোকসভায় পেশ বিতর্কিত দিল্লি সার্ভিসেস বিল, বিরোধীদের হট্টগোলে আলোচনা মুলতবি
মঙ্গলবার লোকসভায় পেশ হয়ে গেল দিল্লি সার্ভিসেস বিল (Delhi Services Bill)। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এদিন বিলটি পেশ করতে গেলেই বিরোধীতা করেন বিরোধীরা। সুপ্রিমকোর্টের বিচারাধীন কোনো বিষয় নিয়ে এভাবে বিল পেশ করা যায় না করেই একযোগে দাবি করেন অধীর চৌধুরী, শশী থারুর, সৌগত রায়-রা। কিন্তু বিরোধীদের সেই অভিযোগ উড়ইয়এ দিতে নামেন স্বয়ং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
এদিন তিনি বলেন,”সংবিধান আমাদের অধিকার দিয়েছে দিল্লি নিয়ে এই সদনে আইন তৈরি করার। তাই এই বিল পেশে কোনও বাধা থাকার কথা নয়।” এরপরই স্পিকার বিল পেশের অনুমতি দেন। বিলটি পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
বিলটি পেশ করতেই বিরোধীদের হট্টগোলের জেরে অধিবেশন বেলা ৩টে পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। বুধবার বিলটি নিয়ে আলোচনা হবে সংসদের নিম্নকক্ষে। সংসদে বিলটির বিরোধিতায় ঘুঁটি সাজাচ্ছে ইন্ডিয়া জোট। তবে সূত্রের খবর, নবীন পট্টনায়েকের বিজেপি এই বিল নিয়ে সরকারের পাশেই থাকবে এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি ইতিমধ্যে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়েছেন।
বিলটিকে রাজ্যসভায় আটকে দেওয়াই ইন্ডিয়া জোটের লক্ষ্য। কিন্তু বিজেডি কেন্দ্রকে সমর্থন করলে সব ছকই বিফলে যাবে। এদিকে ওয়াইএসআর কংগ্রেস পার্টি কেন্দ্র সরকারকেই সমর্থন করার ঘোষনা দিয়েছে। ফলে এই বিলটি সহজেই পাশ করিয়ে নিতে পারবে বিজেপি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊