WB Food SI Syllabus 2023: ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সিলেবাস 

WB Food SI Syllabus 2023


অবশেষে অপেক্ষার অবসান। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ফুড সাপ্লাইয়ের এস আই (WB Food Supply) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানা গেল। দীর্ঘদিন ধরেই এই চাকরির বিজ্ঞপ্তি বেরোবে বলে অপেক্ষা করছিল চাকরি প্রার্থীরা।

(ads1)

West Bengal Public Service Commission আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আগামী ২৩শে আগস্ট ২০২৩-তারিখ থেকে রাজ্য খাদ্য দপ্তরের অধীনে সাব ইন্সপেক্টর অফ ফুড এন্ড সাপ্লাই গ্রেড III (WB Food Supply) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এ ২৩শে আগস্ট পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও সিলেবাস প্রকাশিত হবে। 

নীচে বিগত বছরের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের সিলেবাস দেওয়া হল। নীচের দেওয়া তথ্যের মধ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরণ ও সিলেবাস দেওয়া হলো। 

WB Food SI Syllabus 2023:  

মানসিক দক্ষতা ও বোধ পরীক্ষণ (Mental Ability),
সংবিধান,
ইতিহাস,
ভূগোল,
গণিত (শতাংশ, লাভ এবং ক্ষতি, সাধারন সুদ, চক্রবৃদ্ধিহারে সুদ , অনুপাত এবং সমানুপাত, ভগ্নাংশ , ল.সা.গু এবং গ.সা.গু, অংশীদারি কারবার , গড়, সময় এবং কাজ , নল এবং চৌবাচ্চা, সময়, কাজ এবং দূরত্ব, নৌকা এবং স্রোত)

সাধারণ বিজ্ঞান,
ভারতের স্বাধীনতা আন্দোলন,
রাষ্ট্রসংঘ (UNO), 
অর্থনীতি, 
পরিবেশ ,
খেলাধুলা ,
কম্পিউটার ,
সাহিত্য ও শিল্পকলা ,
সাধারণ জ্ঞান (GK) ,
সাম্প্রতিক ঘটনাবলী , 

WB Food SI Syllabus 2023: নিয়োগ পদ্ধতি- প্রথমে ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা এবং ২০ নাম্বারের পার্সোনালিটি টেস্ট । 

জেনারেল স্টাডিজ থেকে ৫০ টি প্রশ্ন এবং পূর্ণমান ৫০, প্রশ্নের ধরন- MCQ

পাটিগণিত থেকে ৫০ টি প্রশ্ন  এবং পূর্ণমান ৫০, প্রশ্নের ধরন- MCQ


WB Food SI Syllabus 2023:  পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট এর জন্য নম্বর থাকে ২০। এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই।