তৃণমূলের দুই দাপুটে নেতা আবুয়াল আজাদ ও তাপস দাস বিজেপিতে

tapas



Breaking : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে আবুয়াল আজাদ, তাপস দাস বিজেপিতে যোগদান করলো আজ।

বড়সড় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল ভেটাগুড়িতে। দিনহাটা ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তাপস দাস ও গিতালদহ এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদ যোগদান করলেন বিজেপিতে।

শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভেটাগুড়ির বাসভবনে এসে যোগদান করেন এই দুই তৃণমূলের দাপুটে নেতা। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

উল্লেখ্য রাজনগর কোচবিহার রাজনৈতিক ভাবে উত্তপ্ত। এখনো বোর্ড গঠন প্রক্রিয়া বাকি রয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস থেকে পদ্ম শিবিরে যোগদানের হিড়িক যেন উপচে পড়ছে। তবে আজকের এই যোগদান কর্মসূচি নতুন করে পদ্ম শিবিরে অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে।