শিক্ষকদের টিউশনি বন্ধের দাবিতে ডিআই-র দ্বারস্থ

WBPTWA



বহুবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই ফের একবার কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি বন্ধের দাবিতে বৃহস্পতিবার বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক (উচ্চ শিক্ষা)কে স্মারকলিপি দিলো বীরভূম জেলা গৃহকল্যান সমিতি সিউড়ি শাখা (West Bengal Private Tutor Welfare Association) । 



রাজ্য সম্পাদক (West Bengal Private Tutor Welfare Association) অলোকেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, "স্কুল শিক্ষকরা মাসে মাসে বেতন পাচ্ছে তারপরও টিউশনি করেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে । আমাদের জীবন জীবিকা সঙ্কটে ভুগছে । শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম । মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে আছেন তারপরও শিক্ষা দপ্তরের কিছু কর্মীর জন্য স্কুল শিক্ষকদের টিউশনির বাড়বাড়ন্ত । আইনকে প্রহসনে পরিণত করেছে ।" 



বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক (উচ্চ শিক্ষা) চন্দ্রশেখর জাউলিয়া বলেন, "স্কুল শিক্ষক গৃহশিক্ষক কল্যান সমিতির কথার মধ্যে কোথাও মিথ্যাচার হচ্ছে বলে আমার ধারণা । তদন্ত করে দেখা হবে ।" (West Bengal Private Tutor Welfare Association)