রোগীদের স্বার্থে যান-জট মুক্ত করতে ওয়ান ওয়ে করছে জেলা প্রশাসন
সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-
রোগীদের স্বার্থে খোস বাগানের জ্যাম জট কমাতে আগামী 25শে আগষ্ট থেকে খোসবাগান এলাকার নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন। টোটো, গাড়ি, সহ সকলকে সতর্ক করতে আজ খোসবাগান এবং শহরের বিভিন্ন এলাকায় মাইক প্রচার করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বর্ধমান শহরের গুরুত্বপূর্ন রাস্তা হলো খোসবাগান। খোসবাগান এলাকাতে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটাল সহ একাধিক নার্সিংহোম এবং ডাক্তার খানা। যেখানে প্রতিদিন লক্ষ মানুষের আনাগোনা। আর রাস্তা দিয়ে টোটো,রিক্সা,চারচাকা গাড়ির ভিড়ে আটকে পরে রোগী বহন করী এম্বুলেন্স।
এমনকি খোসবাগানে কোনো দূর্ঘটনা ঘটলে পরে পুলিশের গাড়ি, অগ্নি নির্বাপন গাড়ি তারাতারি যাওয়ার মতো কোনো পথ না থাকায় চরম সমস্যায় পড়তে হয় এই সমস্ত গুরুত্বপূর্ণ গাড়ি গুলো। আর এই রোগী এবং অতি গুরুত্বপূর্ণ গাড়ি ও আধিকারিকরা যাতে অতি তারাতারি ঘটনাস্থলে পৌঁছতে পারে সেই কারনেই 25 শে আগস্ট থেকে নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন।এই ওয়ান ওয়ে থাকবে সকাল ৮ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊