বিডিও-কে 'তৃণমূল বিডিও' বলে কটাক্ষ বিজেপির, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ধূপগুড়িতে
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
শুক্রবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়ে গেল। এদিন বোর্ড গঠনকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির ২৭ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ১৮টি অন্যদিকে বিজেপি পায় ৯ টি আসন। সংখ্যা গরিষ্ঠ হিসেবে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস।
বোর্ড গঠনের পর দেখা যায় ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন অর্চনা সূত্রধর, সহ সভাপতি হয়েছেন দীপু রায়। এরপর সভাপতি ও সহ সভাপতিকে নিয়ে সবুজ আবির মেখে উল্লাস শুরু করেন কর্মী সমর্থকরা। বিডিও অফিস থেকে ব্যান্ড পার্টির তালে নাচতে নাচতে ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আসেন তারা। সেখানে চলে মিষ্টিমুখ।
অন্যদিকে বিডিওকে তৃণমূল ডেভলপমেন্ট অফিসার হিসেবে কটাক্ষ করেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য কমলেশ সিংহ রায়। তাঁর কথায়, "নির্বাচনে তৃণমূল ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাকে আপনারা বিডিও বলেন তার কারচুপির কারণে আমরা আমরা হেরে গেছি তবুও ৯টি আসন পেয়েছে। আজ ওপেন ভোট না হয়ে যদি গোপন ভোট করতো তাহলে আমরাই অর্থাৎ বিজেপি থেকেই সভাপতি ও সহসভাপতি হত।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊