Modi on Manipur: মণিপুরে শান্তির সূর্যোদয় হবেই, সংসদে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
প্রায় তিন মাস ধরে জ্বলছে মণিপুর। মণিপুর নিয়ে উত্তাল দেশ। অশান্ত হয়েছে সংসদ (Parliament)। মণিপুর ইস্যুকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে বিরোধীরা। দুদিন আলোচনার পর আজ সকলের নজর ছিল প্রধানমন্ত্রীর ভাষনের দিকে। ভাষণ শুরুর দেড়ঘণ্টা ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi on Manipur) মুখে শোনা যায় মণিপুর প্রসঙ্গ।
বিরোধী শূন্য লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi on Manipur) বলেন, 'মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছে নেই বিরোধীদের। রাজনীতি দূরে সরিয়ে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশই নিতে ইচ্ছা নেই বিরোধীদের।'
তিনি (Modi on Manipur) বলেন, 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে। মণিপুরের ঘটনায় অনেকেই তাঁদের স্বজন হারিয়েছেন। মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দেশের সব নাগরিকদের আশ্বস্ত করছি আসন্ন ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।'
মোদীর (Modi on Manipur) আশ্বাস মণিপুর আবার উন্নয়নের রাস্তায় ফিরবে। আক্রমণ করেন কংগ্রেসকেও। ভারতকে টুকরো টুকরো করাই কংগ্রেসের ইতিহাস, সস্তার রাজনীতি করছে বিরোধীরা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ১৯৬৫-এ মিজোরামের ঘটনার প্রসঙ্গে টেনেও আনেন মোদী।
উত্তর-পূর্ব ভারতে উন্নয়ন নিয়েও এদিন সংসদে সরব হন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ কংগ্রেসের। তবে, উত্তর-পূর্ব ভারত আমাদের হৃদয়ে রয়েছে। উত্তর-পূর্ব ভারতের সমস্যার জন্য একমাত্র দায়ী কংগ্রেস। মণিপুর নিয়ে যত কম রাজনীতি করব, তত তাড়াতাড়ি শান্তি ফিরবে। ভোটের জন্য নয়, উন্নয়নের জন্যই উত্তর-পূর্ব ভারতকে প্রাধান্য দিচ্ছি আমরা'।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊