দিনহাটার এক নাবালিকাকে অপহরণের চেষ্টা ! গ্রেপ্তার এক মহিলা সহ যুবক 

boy, women, police



দিনহাটা: এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এক মহিলা ছাড়াও এক যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ওই নাবালিকার বাড়ি দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জানা গিয়েছে, দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ এলাকার এক যুবকের সাথে সামাজিক মাধ্যমে পরিচয় ঘটে ওই নাবালিকার। প্রতিবেশী এক মহিলা নিজের ফোন দিয়ে দুইজনের সাথে পরিচয় ঘটিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই বুধবার ওই নাবালিকাকে নিয়ে যাওয়ার জন্য দিনহাটা আসে ওই যুবক। ওই মহিলা ওই নাবালিকাকে ওই যুবকের সাথে যোগসূত্র করে দেওয়া ছাড়াও তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেয়। ঘটনা জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ খোঁজখবর শুরু করে।

ইতিমধ্যে গতকাল রাতে ওই নাবালিকার এক আত্মীয় শিলিগুড়িতে এনজেপি স্টেশনে গিয়ে খোঁজখবর শুরু করলে সেখানেই ওই নাবালিকা কে ধরতে সক্ষম হয়। এরপর পুলিশ তাদের উদ্ধার করে দিনহাটায় নিয়ে আসে।

বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ অভিযুক্ত যুবক এবং মিডিলম্যান হিসেবে ওই মহিলাকে আদালতে তোলা হয়। এদিকে ওই মহিলা জানান, ওদের সাথে ফেসবুকে পরিচয় হয়। কোন অপহরণের ঘটনা ঘটেনি। আমি শুধু যোগাযোগ করে দিয়েছিলাম মাত্র।

নাবালিকার নিকট আত্মীয় জানান, প্রতিবেশীর মহিলার মাধ্যমে আমার ভাস্তিকে নানা রকম ভাবে ফুসলিয়ে অপহরণের চেষ্টা করা হয়। আমরা বিষয়টি জানতে পেরেই যোগাযোগ করি পুলিশের সাথে। পুলিশি সহায়তায় এবং আমাদের এক পরিচিত শিলিগুড়িতে থাকায় এনজেপি স্টেশন থেকে গতকাল তাকে উদ্ধার করা সম্ভব হয়।