শিক্ষক দিবসের আগেই একসাথে রাজ্যের অসংখ্য শিক্ষক ফোন করবেন মুখ্যমন্ত্রীকে
বিগত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি টেলিফোন নাম্বার দেওয়া হয়েছিল এবং তাতে মুখ্যমন্ত্রীকে জনসাধারণ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন বলে জানানো হয়েছিল। বলা হয়েছিল আপনার সমস্যার সমাধান আমাদের অগ্রাধিকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি নতুন পদক্ষেপ সরাসরি মুখ্যমন্ত্রী - যার টেলিফোন নাম্বার ৯১৩৭০৯১৩৭০ - এই নাম্বারে জনসাধারণ ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছেন।
কিছু সমস্যার সমাধান হলেও বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের আংশিক সময়ের শিক্ষকগণ তাদের সমস্যার কথা বারবার এই ফোন নাম্বারে জানালেও তাদের সমস্যার কোন সুরাহা হয়নি ।
এইসব আংশিক সময়ের শিক্ষকদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের সামান্য বেতন ১০০০ থেকে মাসিক ৩০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। একইভাবে রাজ্যের বিভিন্ন কলেজে আংশিক সময়ের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন যাদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের বাঁচার মতো একটা বেতন দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে উৎসাহিত হয়ে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্থায়ীকরণের আবেদন করেছেন।
তারা ৬০ বছর বয়স পর্যন্ত কর্মের সুনিশ্চয়তা এবং সরকার কর্তৃক বাঁচার মতো একটা বেতন দেওয়ার আবেদন করেছেন। নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন সমস্ত জায়গায় তারা আবেদন করেছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বার চালু হওয়ার পর সমস্ত শিক্ষক তাতে ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত সমস্যার কোন সমাধান হয়নি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানিয়েছেন সামনে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আসছে তাই সংগঠনের পক্ষ থেকে আগামী ২৮শে আগস্ট সোমবার সংগঠনের সকল সদস্য সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারে ফোন করে তাদের সমস্যার কথা জানাবেন।
মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন তিনি যেন এই মহান শিক্ষক দিবসের মধ্যে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত কর্মের সুনিশ্চিতা প্রদান করেন এবং বাঁচার মতো একটা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করে শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা প্রদান করেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊