Breaking News: পঞ্চায়েত নির্বাচনের কারচুপি মামলার তদন্তে কোচবিহারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
পঞ্চায়েত নির্বাচনের কারচুপির তদন্তে কোচবিহারে নিজেই তদন্তে আসলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। আজ দুপুরে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের কারচুপির অভিযোগে ওঠা মামলার শুনানি চলছিল। সেই মামলার শুনানি চলাকালীন তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে সরজমিনে তদন্ত করতে কোচবিহারের মেখলিগঞ্জে ছুটে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
জানা যাচ্ছে, ব্লক ডেভলোপমেন্ট অফিসে পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনের সিসিটিভি ফুটেজ দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু আদালতে জানানো হয় সিসিটিভি ফুটেজের যে সফটওয়্যার রয়েছে তার দেখতে বিডিও অফিসেই যেতে হবে। এরপরেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে মেখলিগঞ্জে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। কিন্তু মেখলিগঞ্জে এসেও মিলল না সিসিটিভি ফুটেজ। বিডিও অফিসের দায়িত্বরত কর্মীরা কোনো ফুটেজ দেখাতে পারেননি। এরপর সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ফিরে যান বিচারপতি (Justice Abhijit Gangopadhyay)।
জানা যাচ্ছে, আজ এই মামলার সিসিটিভি ফুটেজ দেখতে মেখলিগঞ্জ আদালতেও যান বিচারপতি (Justice Abhijit Gangopadhyay)। কিন্তু সেখানেও ফুটেজ চালানো সম্ভব হয়নি। তারপরেই বিডিও অফিসে যান তিনি। এদিন বার অ্যাসোসিয়েশনেও বসেন বিচারপতি। কথা বলেন আইনজীবীদের সঙ্গে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে পঞ্চায়েত নির্বাচনের গণনা নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলা এবার কি মোড় নেয় সেদিকেই নজর সকলের।
গতকাল রাত আটটা নাগাদ ফের আদালতে শুনানি শুরু করেন। যে সফটওয়্যারটি প্রযুক্তিগত কারনে খুলছিল না সেটিকে কলকাতায় পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এডিশনাল এডভোকেট জেনারেল জয়জীত চৌধুরী জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য এবং নির্বাচন কমিশন কে এভিডেভিড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। দুসপ্তাহ পর মামলার আবেদনকারীদের এভিডেভিড জমা দিতে হবে।
মামলাকারীর পক্ষে আইনজীবী কুনালজিৎ ভট্টাচার্য বলেন,বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিসিটিভির ফুটেজের হার্ডডিক্স প্রিন্সিপাল বেঞ্চে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী তে এই মামলার শুনানি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রিন্সিপাল বেঞ্চেই হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊