সাতসকালে এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

SSC




সাতসকালে এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। বৃহস্পতিবার সকাল সল্টলেক আচার্য সদনের সামনে আপার প্রাইমারি ও এসএলএসটি চাকরিপ্রার্থীরা জড়ো হয়। শুরু করে বিক্ষোভ। প্যানেল প্রকাশের দাবি জানিয়ে থালা হাতে বিক্ষোভ দেখাতে থাকে চাকরিপ্রার্থীরা। 



বিক্ষোভকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপরেই শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। চ্যাং দোলা করে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সড়িয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 


প্রসঙ্গত গত কাল বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ দেখায় SLST চাকরিপ্রার্থীরা। বিধানসভায় একের পর এক অধিবেশন চলে গেলেও বিধায়করা নিয়োগ নিয়ে চুপ কেন, বিধিয়কদের বিধানসভায় নিয়োগ নিয়ে কথা বলার দাবিতেই এদিন বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা।