Holiday List Calendar : ছুটি নিয়ে বিতর্ক ! জেনেনিন সরকারী ছুটির তালিকা


Holiday List Calendar



২৯ তারিখ রাজ্যে ছুটি নিয়ে স্যোসাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। আসলে দক্ষিন ভারতের একটি অন্যতম উৎসব ওনাম কে কেন্দ্র করেই এই আলোচনার সূত্রপাত। ওনাম উপলক্ষে এ রাজ্যেও মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছে বলে বিভিন্ন মাধ্যমে ভুয়ো প্রচার হয় ব্যাপকভাবে। যার দরুন ২৯ তারিখের ছুটি নিয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত।

(ads1)

তবে ওনামকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কোন ছুটি ঘোষণা করেনি বলেই জানা গিয়েছে। কিন্তু রাখী বন্ধনকে কেন্দ্র করে ছুটি রয়েছে । তবে এই ছুটি নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ৩০ না ৩১ কোনদিন ছুটি?

(ads2)


ছুটির ক্যালেন্ডার অনুসারে আগামী ৩০ আগস্ট ছুটি রয়েছে । রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের ছটির তালিকাতেই ৩০ তারিখ রাখী বন্ধন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের ছুটির তালিকা দেখে নিতে পারেন- Holiday List