Higher Secondary New Syllabus: পাল্টে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস!


Higher Secondary New Syllabus



২০১৫ সাল থেকে যে নতুন সিলেবাস (Higher Secondary New Syllabus) শুরু হয়েছিলো রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য তা ইতিমধ্যেই পরিবর্তন করা শুরু হয়েছে। ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার (সায়েন্স) পাঠ্যক্রমে পরিবর্তন এসেছে। তবে এবার আগামী শিক্ষাবর্ষ থেকে কলা ও বানিজ্য বিভাগের সিলেবাসেও (HS New Syllabus) পরিবর্তন আনা হবে বলে খবর।




উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) ধাঁচে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার সিলেবাসে ইতিমধ্যে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের পাঠ্যক্রমের (HS New Syllabus 2024) ক্ষেত্রেও এবার সেই পরিবর্তন আনা হচ্ছে।




সভাপতি আরও জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে কলা এবং বাণিজ্য শাখার সিলেবাসে পরিবর্তন (HS New Syllabus) আসছে। অর্থাৎ যারা ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা পরিবর্তিত সিলেবাসে পড়াশোনা করবে।




শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এর আগে জানিয়েছিলেন- উচ্চমাধ্যমিকের আর্টস এবং কমার্স বিভাগের পাঠ্যক্রমকে (HS New Syllabus 2024) যুগোপযোগী করে তোলা হচ্ছে। তার ফলে উচ্চমাধ্যমিকের আর্টস এবং কমার্স বিভাগের পড়ুয়ারা লাভবান হবেন। তাঁদের ভবিষ্যতের পক্ষে সেটা ভালো হবে বলে জানিয়েছিলেন তিনি।