Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী পুলওয়ামায় জঙ্গী হামলায় শহীদ জওয়ানের স্ত্রী

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী পুলওয়ামায় জঙ্গী হামলায় শহীদ CRPF জওয়ানের স্ত্রী

Tapasi Roy



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ: 

ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি । এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে ভোটে লড়বেন শ্রীমতি তাপসী রায় । ১৫ই আগস্ট দলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

(ads1)

২০২১ সালের ২৯ মার্চ কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গী হামলায় প্রাণ হারান ধূপগুড়ি ব্লকের জুরাপানি এলাকার বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়। তার স্ত্রী তাপসী রায়। বর্তমানে বাড়ি করছেন শহরের ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়ায়। আপাতত ভাড়া থাকেন শহরের ৭ নম্বর ওয়ার্ডের শরতপল্লী এলাকায়। ৩২ বছর বয়সী, বাংলায় এমএ পাস। পরিবারে এক সন্তান চার বছর বয়সী ছেলে।

(ads2)

ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনে। গত বিধানসভা ভোটে তৃণমূল, সিপিএম প্রার্থীকে পরাজিত করে ভোটে জিতেছিলেন তিনি।


এমন পরিস্থিতিতে উপনির্বাচনে বিজেপি কাকে প্রার্থী করে সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code