Arshi Ghosh : কোচবিহারের আরশির নজর এবার মিস ইন্টারন্যাশনাল ট্রান্সের মুকুটে


trans arshi
photo credit: arshi fb



কোচবিহারের একটি প্রত্যন্ত গ্রামীন জনপদ তল্লিগুড়ি। সেই তল্লিগুড়ির বাসিন্দা আরশি ঘোষ (Arshi Ghosh) ‘মিস ট্রান্সকুইন ইন্ডিয়া’-র (Miss Transqueen India) খেতাব ছিনিয়ে আনলেন। শুধু তাই নয় ‘এলিজিবিটিকিউ’ সম্প্রদায়ের জন্য বেলজিয়ামে আয়োজিত মিস ইন্টারন্যাশনাল ট্রান্স (Miss International Trans) প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন আরশি।


কৃষক পরিবারের সন্তান আরশি (Arshi Ghosh)। মাধ্যমিক পর্যন্ত তল্লিগুড়ি হাইস্কুল ও উচ্চমাধ্যমিকে কোচবিহারের রামভোলা হাইস্কুলে পড়াশোনা। কোচবিহার কলেজে স্নাতক হওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

trans arshi
photo credit: arshi fb



এরপরই বুঝতে পারেন শারিরিক ভাবে ছেলে হলেও মননে তিনি একজন নারী (Arshi Ghosh)। ছটবেলা থেকে একটু মেয়েলিপনা স্বভাব থাকলেও ছেলে হিসেবেই বেড়ে ওঠে। কিন্তু গ্রামের কৃষক পরিবারের এই ছেলে সামাজিকতার শৃঙ্খল ভেঙ্গে নিজের স্বাধীনতার পতাকা উড়ান।


trans arshi
photo credit: arshi fb


কোচবিহার থেকে পাড়ি দেন মুম্বইয়ে। প্রথম অবস্থায় মডেলিং ও মেকআপ আর্টিস্টের কাজ শুরু করেন আরশি (Arshi Ghosh)। একসময় সিদ্ধান্ত নেন সার্জারি করে সম্পূর্ণ নারী হয়ে উঠবেন। ভাবনা মতন কাজ, ২০১৯ সাল থেকে মুম্বইয়ের একটি নামি হাসপাতালে শুরু হয় সেই রূপান্তরের প্রক্রিয়া। ২০২২ সালে দীর্ঘ প্রায় ১১ ঘন্টা সার্জারির পর এতোদিনের চাওয়া রূপ পায়। নতুন রূপে জন্ম নেয় আরশি।


শুরু হয় নতুন ভাবে পথচলা । বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় একের পর এক সাফল্য ছিনিয়ে আনেন আরশি (Arshi Ghosh)। ছিনিয়ে আনেন ‘মিস ট্রান্সকুইন ইন্ডিয়া’-র খেতাব। এবার আর দেশ নয়, এবার লক্ষ্য আন্তর্জাতিক স্তর। যার জন্য নিজেকে তৈরি করছেন আরশি। বেলজইয়ামে অনুষ্ঠিত হতে চলা Miss International Trans এ অংশ নিতে চলেছেন আরশি।


প্রসঙ্গত এর আগে মিস ট্রান্সকুইন ইন্ডিয়া (Miss Transqueen India) হয়েছিলেন শাইন সোনি, তিনি Miss International Trans প্রতিযোগিতাতেও অংশ নিয়ে নজর কেড়েছিলেন বিচারকদের।