WB DA News :  মহার্ঘভাতা নিয়ে বড় খবর, কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কবে মিলবে ডিএ ! 

mamata banerjee



মহার্ঘভাতা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই ফের ডিএ ( Dearness Allowance) বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তারইমধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ।

(ads1)

ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন। তিনি দাবি করেন, একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। রাজ্য সরকার বঞ্চিত হচ্ছে। তাঁর আরও দাবি, শুধুভোটের আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ ( Dearness Allowance) বাড়িয়ে দেয়। কেন্দ্রের হাতে রিজার্ভব্যাঙ্ক রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, 'কেন্দ্রীয় সরকার শুধু ভোটের আগে তাদের কর্মীদের ডিএ ( Dearness Allowance) বাড়িয়ে দেয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরি ও রাজ্য সরকারি কর্মীদের চাকরির মধ্যে পার্থক্য আছে। কেন্দ্রীয় সরকারের চাকরির পলিসি আলাদা। রাজ্য সরকারের চাকরির পলিসিও আলাদা। কেন্দ্রের হাতে রিজার্ভব্যাঙ্ক আছে। কেন্দ্র রাজ্য সরকারকে স্কলারশিপের টাকা দিচ্ছে না। রাস্তার টাকা দিচ্ছে না। সেই টাকা দিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ ( Dearness Allowance) দিচ্ছে।

(ads2)

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তুমি একশ দিনের টাকা দিচ্ছ না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছ না। রাস্তার টাকা দিচ্ছ না। স্কলারশিপের টাকা দিচ্ছ না। তাই দিয়ে মুষ্টিমেয় লোককে ডিএ ( Dearness Allowance) পাইয়ে দিচ্ছ। তাদের সন্তুষ্ট করার জন্য। যাতে ওপরওলাদের সন্তুষ্ট রাখা যায়। আর নিম্নতলার মানুষদের শোষণ করা যায়। আমরা তাই বলছি সবাইকে দাও। আমাদের টাকা কেটে নিয়ে অকাজ করা যাবে না। আমি বলছি আমি সবার পক্ষে…'

তবে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারী কর্মী মহলে, তাদের প্রশ্ন-অন্যান্য রাজ্যের হাতে কি রিজার্ভব্যাংক রয়েছে? তারা দিচ্ছে কিভাবে?

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি। সুপ্রিম কোর্টে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'মুখ্যমন্ত্রী যে পলিসির কথা বলছেন তা সম্পূর্ণমিথ্যে। কেন্দ্রীয় সরকার মহার্ঘভাতা দেয় সেটা ১ জানুয়ারি ও ১ জুলাই। এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। আর কেন্দ্রীয় সরকার নিজেদের ইচ্ছেমতো দেয় না। AICPI একটা স্বশাসিত সংস্থা। তাদের যে হিসেব সামনে আসে, সেই অনুযায়ীই দিয়ে থাকে।'

পিটিআই রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) হার 45 শতাংশে বাড়ানোর জন্য আলোচনা করছে। প্রসঙ্গত, শ্রম মন্ত্রকের শাখা শ্রম ব্যুরো দ্বারা জারি করা AICPI সূচকের ভিত্তিতে প্রতি মাসে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA/DR (DA/DR) এর হার নির্ধারণ করা হয়।

জুন 2023-এর জন্য CPI-IW 31 জুলাই, 2023-এ প্রকাশিত হয়েছিল৷ অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেন, এবার আমরা মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪ শতাংশ বৃদ্ধির দাবি করছি। কিন্তু মহার্ঘ ভাতা (Dearness Allowance Hike) বৃদ্ধির পরিমাণ ৩ শতাংশের একটু বেশি। সরকার দশমিকের বেশি ডিএ (Dearness Allowance) বাড়ানোর কথা ভাবছে না। তাই ডিএ ৩ শতাংশ বেড়ে ৪৫ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

গোপাল মিশ্র আরও বলেছেন যে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ রাজস্বের প্রভাব সহ ডিএ (Dearness Allowance) বৃদ্ধির জন্য একটি প্রস্তাব প্রস্তুত করবে। এর পরে, তিনি প্রস্তাবটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে রাখবেন। ডিএ/ডিআর (Dearness Allowance) বৃদ্ধি ঘোষণার পর 1 জুলাই, 2023 থেকে কার্যকর করা হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের (Modi Govt) এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী রয়েছেন। তিনি বেসিক পে/পেনশনের 42% হারে ডিএ/ডিআর পাচ্ছেন।

সর্বশেষ ডিএ বৃদ্ধি 24 মার্চ, 2023 এ করা হয়েছিল এবং 1 জানুয়ারী, 2023 থেকে কার্যকর করা হয়েছিল। সে সময় কেন্দ্রীয় সরকার (Modi Govt) ডিএ ৪% বাড়িয়ে ৪২% করেছিল। কেন্দ্র সরকার (Modi Govt) প্রতি ছয় মাস অন্তর ডিএ/ডিআর বৃদ্ধি করে। এভাবে বছরে দুবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়।