WB Finance Department: সরকারি কর্মচারীদের PF সংক্রান্ত গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তি প্রকাশ অর্থ দপ্তরের

WB Finance Department



বর্তমানে গ্রুপ ডি রাজ্য সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড (GPF) রয়েছে ডাইরেকটরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্সুরেন্স ওয়েস্ট বেঙ্গল (DPPG, WB) এর তত্ত্বাবধানে। WBIFMS এর মাধ্যমে প্রতি মাসে স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ডের প্রদত্ত অর্থের রিপোর্ট DPPG, West Bengal এর কাছে পৌঁছে যায়। যার উপর ভিত্তি করে DPPG পশ্চিমবঙ্গের গ্রুপ ডি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হিসাব করে। এবার এক্ষেত্রে কিছুটা বদল আনলো অর্থদপ্তর।

আজ এক বিজ্ঞপ্তি জারি করে অর্থদপ্তর জানিয়েছে- পশ্চিমবঙ্গের একাউন্টেন্ট জেনারেল (AGWB)-এর পরামর্শে, গ্রুপ ডি কর্মচারীদের GPF অ্যাকাউন্টে সুদের সঠিক প্রতিফলন নিশ্চিত করার জন্য, নোটিশ নং 2480-F(Y) তারিখ 24/04/2019 কিছুটা সংশোধিত হয়েছে। 

(ads1)

এই সংশোধন হয়েছে কয়েকটি বিষয়ের ক্ষেত্রে। যেমন- বর্তমানে PF গ্রাহকদের জন্য, সমস্ত ট্রেজারি অফিসের বার্ষিক হিসাব শেষ হওয়ার পরে, DPPG, WB সুদের বিবৃতি তৈরি করবে এবং চূড়ান্ত করবে।

এছাড়া, একটি আর্থিক বছরের রাজ্য একাউন্ট বন্ধ হওয়ার আগেই DPPG, WB দ্বারা চূড়ান্ত সুদের বিবৃতিগুলি WBIFMS এর AGWB-ইন্টারফেসে AGWB-এর কাছে অনলাইনে পাঠাবে।

(ads2)

AGWB রাজ্য হিসাবগুলিতে মোট সুদের পরিমাণ ধার্জ করে, 2049- সুদকে ডেবিট করে এবং 8009-রাজ্য প্রভিডেন্ট ফান্ডকে ক্রেডিট করে এবং DPPG, WB থেকে প্রাপ্ত সুদের পরিপ্রেক্ষিতে WBIFMS-এর AGWB ইন্টারফেসে একটি একনোলেজমেন্ট নম্বর প্রদান করবে।

AGWB থেকে স্বীকৃতি নম্বর পাওয়ার পরে, WBIFMS-এ সংশ্লিষ্ট GPF অ্যাকাউন্টে সুদের অর্থ দেওয়া হবে।

তবে, যাদের ফাইনাল পেমেন্ট এর অথরিটি ইতিমধ্যে DPPG ইসু করেছে তাদের ক্ষেত্রে পূর্বের নিয়ম অপরিবর্তিত থাকবে।

এর ফলে কর্মচারীরা তাদের প্রাপ্য সুদ সময়মতো পাবেন। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত গ্রুপ ডি কর্মচারীদের নিজেদের থেকে কিছু করেত হবে না।

অফিসিয়াল অর্ডারটি ডাউনলোড করতে  ক্লিক করুন-