ভোটাভুটিতে অনুপস্থিত থেকে তৃণমূলকে সাহায্য বাম কংগ্রেসের ! দুই স্বৈরাচারীকে ঠেকাতেই এই পদক্ষেপ !
জলপাইগুড়ি:
ভোটাভুটিতে অনুপস্থিত থেকে তৃণমূলকে সাহায্য বাম কংগ্রেসের। দুই স্বৈরাচারীকে ঠেকাতেই এই পদক্ষেপ জানাল বাম কংগ্রেস জোট।
ভোট দানে বিরত থেকে তৃণমূলকে বোর্ড গঠন করার সুযোগ করে দিলো বাম কংগ্রেস। তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ, অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির।
বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করলো তৃণমুল কংগ্রেস, সকাল থেকে টানটান উত্তেজনার পর অবশেষে বাম সিপিআইএমের ৩ এবং কংগ্রেসের ১ জন পঞ্চায়েত সদস্য ভোটাভুটিতে অনুপস্থিত থাকায় ১৫ টি আসন দখল করা তৃণমুল কংগ্রেস ১১ টি আসন পাওয়া বিজেপিকে পেছনে ফেলে পঞ্চায়েত বোর্ডের দখল নেয়।
যদিও এই বোর্ড গঠনের খেলায় পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে রেফারিং করেছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে বিজেপি।
এই প্রসঙ্গে বিজেপি নেতা তপন রায় জানান, তৃণমূলের ১৫ , জন, বিজেপির ১১ জন ভেতরে ছিলো, আই সি কোতোয়ালি বলেছিলেন আর কোনো লোক ভেতরে নেই, কিন্তু আমরা দেখলাম ভোটাভুটি না করে হটাৎ ঘোষণা করে দেওয়া হলো তৃণমুল বোর্ড গঠনে জয়ী হয়েছে, আর সেই সঙ্গেই আই সি কোতোয়ালির পেছনে পেছনে সিপিআইএমের ৩ জন এবং কংগ্রেসের এক জন জয়ী সদস্য বাইরে বেরিয়ে আসলো, আমরা এর জবাব চাই, তাই অবস্থান বিক্ষোভ করেছি, রাস্তা অবরোধ করা হয়েছে।
অপরদিকে ভোট দানে বিরত থাকার কারন প্রসঙ্গে জয়ী কংগ্রেস প্রার্থী গনেশ ঘোষ জানান, রাজ্যে এবং কেন্দ্রে দুটো জায়গায় স্বৈরাচারী শাসক সেই কারণেই আমরা বাম কংগ্রেস জোট ভোট দান থেকে বিরত ছিলাম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊