Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: ভোটে কারচুপি করতেই নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে CJI-কে বাদ, দাবি মমতার

Mamata Banerjee: ভোটে কারচুপি করতেই নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে CJI-কে বাদ, দাবি মমতার

Mamata Banerjee


দেশের মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচক কমিটি থেকে প্রধান বিচারপতিকে (CJI) সড়াতে রাজ্য সভায় কেন্দ্রের বিল পেশ নিয়ে এবার আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের নয়া বিল পেশের তীব্র বিরোধিতা করে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে কারচুপি করতেই এই পদক্ষেপ বলে করলেন দাবি।



শনিবার এনিয়ে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'বিচারব্যবস্থার পরিবর্তে নৈরাজ্যের সামনে মাথানত করছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে তিন সদস্যের কমিটিতে প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রধান বিচারপতিকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কমিটিতে ঢোকানোর তীব্র বিরোধিতা করছি'।



মুখ্যমন্ত্রীর কথায়, 'ওদের এই অস্বস্তি দেখে বোঝা যাচ্ছে, নির্বাচনে কারচুপি করতে যাতে অসুবিধা না হয়, তার জন্যই এমন সিদ্ধান্ত। বিচারব্যবস্থার প্রতি ওদের এই নির্লজ্জ অসম্মান নিয়ে প্রশ্ন তোলা উচিত গোটা দেশের। বিচারব্যবস্থাকে কি খাপ পঞ্চায়েত বানাতে চাইছে ওরা? দেশের বিচারব্যবস্থার কাছে প্রার্থনা, দেশকে বাঁচান'।



চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন্স অফ সার্ভিসেস অ্যান্ড টার্মস অফ অফিস) বিল ২০২৩ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই বিল অনুসারে মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যে কমিটি হবে তাতে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও প্রধানমন্ত্রীর পছন্দ মত একজন মন্ত্রী থাকবে। আগে এই কমিটিতে ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা ও সুপ্রিমকোর্ট প্রধান বিচারপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code