Big Breaking News : কোচবিহারে পুকুর থেকে মাছ ধরতে গিয়ে উদ্ধার তিনটি ব্যালট বাক্স

ballot box found



ভোট পেরিয়ে গেছে, ফলাফল প্রকাশিত হলেও আদালতে চলছে বিচার। দীর্ঘ ১ মাসের মাথায় ব্যালট ভর্তী ব্যালট বাক্স উদ্ধার হলো কোচবিহারে।

কোচবিহারের জিরানপুরের ধূমপুর কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ২১৩ নাম্বার বুথে নির্বাচনের দিনই ব্যাপক উত্তেজনা তৈরি হয় । পরবর্তীতে পুনর্নিবাচনও হয় এই ২১৩ নাম্বার বুথে।

আজ এই বুথের পাশে একটু পুকুরে মাছ ধরতে গিয়ে উঠে এলো সেই দিনের ৩ টি হারিয়ে যাওয়া ব্যালট বাক্সই।

পরবর্তিতে কোচবিহার পুলিস এসে উদ্ধার করে নিয়ে যায় সেদিনের হারিয়ে যাওয়া ব্যালট বাক্সগুলি।