BEd College Banned : একাধিক বিএড কলেজের অনুমোদন বাতিল রাজ্যপালের
‘অ্যান্টি কোরাপশন সেল’ শুধু অভিযোগ শুনছে না বাস্তবে কাজ করতেও শুরু করলো এবার। এই ‘অ্যান্টি কোরাপশন সেল’ এ বেসরকারি বিএড কলেজ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ায় এবার রাজ্যের বেশকিছু বিএড কলেজের অনুমোদন বাতিল (BEd College Banned) করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘টাকার বিনিময়ে কিছু বেসরকারি কলেজে বেআইনি কাজ ও সুবিধার অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ এসেছে। সঙ্গে সঙ্গে সেই প্রতিষ্ঠানগুলির অনুমোদন বাতিলের (BEd College Banned) নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে না দেখা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।"
তিনি আরও বলেন- "কিছু বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সংস্কৃতি ছাত্রদের ভবিষ্যতে কুপ্রভাব ফেলছে। এই জিনিস বরদাস্ত করা হবে না। বিধি মেনে স্বচ্ছতার ব্যাপারে সন্তোষজনক পদক্ষেপ করলে তবেই অনুমোদন (BEd College Banned) ফেরত দেওয়া হবে।"
রাজ্যপালের এই সিদ্ধান্তের (BEd College Banned) ফলে রাজ্য সরকার চরম বিড়ম্বনায় পড়লো বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘রাজ্যপাল যে পদক্ষেপ করেছেন তা অভূতপূর্ব। এই ধরণের পদক্ষেপ না করলে এখান থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যাবে না। রাজ্যপাল শিক্ষিত মানুষের জন্য এই পদক্ষেপ করেছেন। অশিক্ষিতরা টাকার বিনিময়ে ভর্তি হয়ে চাকরি পাবে। এই জিনিস বাংলায় বন্ধ হওয়া দরকার।’
তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘রাজ্যপাল সম্পূর্ণ এক্তিয়ার বহির্ভূত ও নজিরবিহীন কাজ করছেন। তাঁর মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার কথা। কিন্তু রাজ্যপাল বিজেপির অঙ্গুলিহেলনে নিজেকে পদ্মপালে পরিণত করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊