Election: রাজ্যে ফের ভোট, বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষনা করলো কমিশন
রাজ্যে ফের ভোট। রাজ্যসভা নির্বাচন মিটতেই রাজ্যে ফের বেজে গেল ভোটের দামামা। বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল। মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন গোটা দেশের ৫ রাজ্যের মোট সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। যার মধ্যে একটি বাংলায়। সেই বিধানসভা কেন্দ্র হল ধূপগুড়ি।
গত ২৫ জুলাই প্রয়াত হন জলপাইগুড়ির জেলার ধুপগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপদ রায়। ফলে সেই বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। আগামী ৫ই সেপ্টেম্বর ২০২৩ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। আর ফল ঘোষনা ৮ই সেপ্টেম্বর ২০২৩।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মিতালি রায়কে প্রায় ৪৬ হাজার ভোটে হারিয়ে জয়ী হন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। তাৎপর্যপূর্ণভাবে মাত্র দিন ১৫ আগে প্রয়াত হওয়া বিষ্ণুপদবাবুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়ে গেলেও প্রায় দেড় বছর ধরে বিধায়ক শূন্য মাণিকতলা কেন্দ্রের উপনির্বাচনের দিন এখনও ঘোষণা করল না নির্বাচন কমিশন। আসলে ওই মাণিকতলা কেন্দ্রের নির্বাচন নিয়ে আইনি জটিলতা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊