Anubrata Mandal: অনুব্রতের এ কি অবস্থা ! বিচারকের কাছে মনের কথা জানিয়েও হলো না লাভ 

Anubrata Mandal



ভার্চুয়াল শুনানীতে রোগা লাগছে অনুব্রত মণ্ডলকে, বলেন বিচারক। উত্তরে অনুব্রত মন্ডল (Anubrata Mandal) বলেন, তার শরীর খুবই খারাপ এবং ওজনও কমেছে। পাশাপাশি অনুব্রত (Anubrata Mandal) আরও বলেন, যে তাকে ইনহেলারও নিতে হচ্ছে এমনকি সবই ওষুধ তাকে তা নিয়মমাফিক খেতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার সমস্ত অ্যাকাউন্ট সিজ করা আছে। তার ফলে সমস্যায় আছেন।

সামনে পুজো আসছে শ্রমিকদের পেমেন্ট দেওয়া যাবে না। সেই কারণে বিচারকের কাছে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) আবেদন করেন, যে তার যেন অন্তত একটা অ্যাকাউন্ট কে খুলে দেওয়া হয়।

অপরদিকে বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, যে তার মুখের কথায় কিছু হবে না। তাকে তাঁর আইনজীবীকে বলতে হবে যেন আদালতে এই বিষয়ে লিখিত আবেদন করেন তারপরই তা বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি (Anubrata Mandal) বিচারকের কাছে জানতে চান যে, এই যে গরু পাচার কাণ্ডে মামলা কেন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। উইটনেস এখানে তাদের দিল্লি যেতে সমস্যা হবে।

বিচারক বলেন, যে এই বিষয়ে শুনানি শেষ হয়নি। এই মামলা আগামী ১৯ আগস্ট তারিখে এই আদালতেই শুনানি হবে তারপরেই আদালত বিবেচনা করবে গরু পাচার মামলা স্থানান্তরিত হবে কি না। সবই আইন মেনে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।

অনুব্রত (Anubrata Mandal) বিচারকের কাছে জানতে চান তিনি কি উচ্চ আদালতে যেতে পারেন। তখন বিচারক বলেন, আইন সবার জন্য অবশ্যই যেতে পারেন। অবশেষে উভয় পক্ষের শুনানী শোনার পর বিচারক ১২ ই সেপ্টেম্বর পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেন।