দুঃসাহসিক চুরি! রাতের অন্ধকারে বিশাল আকৃতির গাছ চুরির অভিযোগ

Treee theft


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ: 

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির অভিযোগ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ির সাকোয়াঝরা ২ নং গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়া বাজার সংলগ্ন এলাকায়।



জানা গেছে, গতকাল রাতে অজস্র বৃষ্টিপাত হওয়ায় সেই সুযোগে রাস্তার পাশে থাকা বিশাল আকৃতির একটি টিক গাছ কেটে চুরি করে পালায় চোরের দল। রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয় কিভাবে রাতের অন্ধকারে একটি বিশাল আকৃতির গাছ কাটলো চোরের দল।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকালে যখন ঘুম থেকে ওঠেন এরপরেই দেখেন রাস্তার পাশে গাছের আগাছা পরে রয়েছে। এর পরেই তাদের মনে সন্দেহ হয় কে বা কারা গাছটি কেটে নিয়ে গেল তারা কিছুই জানেন না খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায়, পুলিশ ঘটনাস্থলে এসে গাছ চুরি করতে আসা চোরের দলের গাছ কাটার সামগ্রী ও একটি ফিতা রেখে পালিয়ে যায় চোরের দল। সেগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও কে বা কারা চুরি করেছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে।




প্রতিবেশী রিঙ্কু দাস জানান, গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেই সুযোগে চোরের দল গাছটি কেটে নিয়ে যায়। যদিও গাছটির বাজার মূল্য প্রায় ৪০-৪৫ হাজার টাকা। পরবর্তীতে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিস ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে।