Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: দিনহাটা ১নং ব্লকের ১৭টি বুথে পুনরায় ভোট, কোথায় কোথায়?

Dinhata News: দিনহাটা ১নং ব্লকের ১৭টি বুথে পুনরায় ভোট, কোথায় কোথায়?

Dinhata 1


দিনহাটা ১নং ব্লকের ১৭টি বুথে ১০ই জুলাই ২০২৩, সোমবার পুনরায় হবে ভোট গ্রহন। ৮ই জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হয়। ভোটলুট থেকে শুরু করে ব্যালট বাক্স উধাও, ব্যালট পেপার ছিনতাই থেকে ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়ার ঘটনা উঠে এসেছে। কোথাও আবার বোমাবাজি, গোলাগুলির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে কোচবিহার জেলার দিনহাটা এক নং ব্লকের ১৭টি বুথে ভোট গ্রহন বন্ধ হয়। এই ১৭টি বুথে পুনরায় ভোটগ্রহন হবে সোমবার।




দিনহাটা ১নং ব্লকের কোন কোন বুথে পুনরায় ভোট?

গোসানামারি ২-এর ৬/৯৭ নং বুথে

মাতালহাটের ৬/১৩০, ৬/১৩১, ৬/১৩২, ৬/১৪২

পুটিমারি ২-এর ৬/১৬৪

পেটলার ৬/১৮০, ৬/১৮১

বড় আটিয়াবাড়ী ৬/২২২

ওকড়াবাড়ীর ৬/২৬২, ৬/২৬৮

গিতালদহ ২-এর ৬/২৮০

গিতালদহ ১-এর ৬/২৮৪

দিনহাটা ভিলেজ ১-এর ৭/২৬২, ৭/২৬৩

দিনহাটা ভিলেজ ২-এর ৭/২৭৫, ৭/২৭৬


এই সকল বুথে পুনরায় ভোট গ্রহন হবে আগামীকাল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code