WB Panchayat Election Result: 'গণদেবতার জয়', পঞ্চায়েতে সবুজ জয়ে শুভেচ্ছা মমতার

Panchayat Election



একদিকে যখন শাসক দলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ অন্যদিকে নীচু তলায় দ্বন্দ্ব সব কিছুকে উড়িয়ে দিয়ে রাজ্য জুড়ে পঞ্চায়েতে সবুজ ঝড়।



পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘সকল মা মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলার পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ।'




তিনি আরও বলেন, 'এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন। সেই সঙ্গেই তাঁর বার্তা, জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। সাধারণ মানুষের উন্নতিকল্পে আমি এবং আমাদের দলের প্রত্যেকটি সদস্য সদা নিবেদিতপ্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলার উন্নয়ন এবং প্রগতির জন্য কাজ করে থাকে।’



যদিও বিরোধীদের দাবি ছাপ্পা-ভোটলুট সন্ত্রাস করে জয় পেয়েছে তৃণমূল। খুন, হুমকির রাজনীতি করছে শাসকদল। অন্যদিকে তৃণমূলের দাবি, তৃণমূলের উন্নয়ন পৌঁছে গেছে সকলের দুয়ারে দুয়ারে। তার কারণেই কার্যত উড়ে গেছে বিরোধীরা।