Breaking: বেলাগাম সন্ত্রাস ভাঙরে, অনির্দিষ্টকালের জন্য জারি ১৪৪

Breaking news



রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তাল পরিস্থিতি ভাঙরে। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। ভোট মিটলো, ফল প্রকাশ হতেই ফের হিংসা। ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারালো তিন জন। বেলাগাম সন্ত্রাস ভাঙরে। ভাঙড়ের কাশীপুর এলাকায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করল পুলিশ।



ফল ঘোষনার পর ভাঙরে ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারালেন তিনজন। গুলিবিদ্ধ হলেন পুলিশ কর্তাও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুই আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজি এবং গ্রামবাসী রাজু মোল্লার। গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর দেহরক্ষীর পা ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি।



পুলিশ কর্তা গুলিবিদ্ধ হওয়ার পরেই অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হল ভাঙরের কাশীপুরে। একদিনে ৩ জনের মৃত্যু। এই ৪৪টি প্রাণ গেল এবছরের পঞ্চায়েত নির্বাচন ঘিরে।